বেতন বোনাস পাবেন আপনি
এচিভমেন্ট কেন নই।
ঈদে ছুটি হবার আগেই
১০০% যেন হই।

বোনাস নিবেন বেতন নিবেন
গিফ্টও আছে অনেক।
টার্গেট পূরণ করবেন না
নেই কি আপনার বিবেক?

কালকে আপনি কত করবেন
ফোরকাস্টা দেন লিখে।
ঠিকমত তা না হয় যদি
আপনাকে নেব দেখে।

অমুক করেছে একশো বিশ,
তমুকের তো দেড়শো।
তুলনা দিয়ে বলবে এমন
জেনেও সেলস এর রহস্য।

লজ্জা দিবে চাপ দিবে
চাকরির ভয় ও আছে।
সেলস, সেলস, সেলস করে-
লেগে থাকবে পিছে।

চিপাই পরে, চিন্তা করে
এমপিও দিশেহারা।
সেলস তাহলে বাড়াতে হবে
নিজে খেয়ে মারা।

আন্ডাররেটে বোনাসটা যাবে,
ঈদ যাত্রায় আছে ভাড়া।
শপিং করবে কি দিয়ে?
মনে, প্রশ্নের নাড়াচাড়া।

বাবা-মাকে দেওয়া হবে না
ভাই-বোন ও থাকবে বাকি।
স্ত্রী-সন্তানকেও চাই না দিতে
কিভাবে দিব ফাঁকি?

রমাজানেও খরচ তো বেশ
ঈদের খরচের ভয়।
কি করা আর ভাঙ্গা লাগবে
সারা বছরের সঞ্চয়।

রমজান শেষ, সঞ্চয় ও শেষ।
ঈদের নামায শেষে।
শত রকম চাপ নিয়েও-
ঘুরতে হয় হেসে হেসে।


[ যারা মার্কেটিং এ জব করে তাদের রমজানের দিনগুলো ও ঈদ টা কেমন যায় সেটাই ফুটিয়ে তুলেছি। কবিতাটা উৎসর্গ করলাম সকল ব্রিক্রয় প্রতিনিধিদের কে  ]