দোযখের কষ্ট যদি নামিয়া আসে
অসহ্য যন্ত্রনা পায় যদি সে ।
কষ্ট দেয় না মা !
সন্তানকে আঘাত দেয় না ।

চোখের পাতা যদি ঘুমে বন্ধ হতে চায়
ক্লান্তিতে যদি শরীর নেতিয়ে যায় ।
ঘুমিয়ে যায়না মা !
সন্তান যতক্ষন ঘুমায় না ।

ক্ষুধা নামের লেলিহান শিখা যদি জ্বালিয়ে দেয় উদর
জিহ্বা যদি খাবার , আকর্ষন করে বার বার ।
তবুও খায়না মা !
সন্তান যতক্ষন খায় না ।

সন্তানের সুখে যদি দুঃখ এসে স্থান নেয়
শত আঘাতে সন্তান যদি মা কে লান্ছোনা দেয় ।
তবুও সুখ চায় মা !
সন্তান দুঃখী হোক চায় না ।

দুনিয়া নামক পরিক্ষাগারে মা ই আপনজন
ফলাফল ভাল পেতে তাকে করো স্মরন ।
সাহায্য দিতে শুধুই এগিয়ে আসে মা ;
অনেকেই এ কথাটি একটুও বোঝে না ।