মন খারাপের দিনে-
জানালা টা খুলে দিয়ে এক কাপ চা,
একটা কবিতা বা উপন্যাস, দারুণ অনুভূতি!
একটু একাকীত্ব, নিশ্চুপ নিস্তব্ধতা,
কিছু স্মৃতির রোমন্থন, ভবিষ্যৎ ঘিরে মিষ্টি কল্পনা।
নীরব কান্না, ভাগ্য কে দোষারোপ,
নিকোটিন, ঘুমের বড়ি কিংবা আত্মহুতি।
এভাবেই পার হয়, এভাবেই কেটে যায়
শত শত, হাজারো, অজস্র, অগণিত মানুষের
মন খারাপের দিন টি।
কিন্তু এমন যদি হতো-
জানালা নয়, কবিতা বা উপন্যাস নয়,
আল কোরআন খুলে একটা আয়াত বা একটা সুরা পড়া হত।
সবাই যদি হতো একাকীত্বে, একান্তে, নীরবে রবের নিকটবর্তী!
তবে হয়তো পাল্টে যেত মন খারাপের দিন টি।