গো ধূলী বেলা পেরিয়ে
এখনো আছি দাঁড়িয়ে ,
সূর্যটা ডোবে ডোবে
এলো বুঝি সন্ধ্যা নেমে ।
হাহাকার বুকে কষ্টগুলো বাজে ,
চোখ দুটি গেল আকাশে ।
ঐ যে নীড় খোঁজে গাঙচিল !
হয়তো আমার মতই সে পায় না খুঁজে সুখ একতিল ।
নিরাশার কুয়াশায় ঘেরা
দুজন ই যে পথ হারা !
তবে ও গাঙচিল-
তোর সাথে হত যদি মিল
উড়ে যেতাম ঐ আকাশে দুজন ;
ঘুরে বেড়াতাম মনের মতন ।
রূপকথার মত এ আকাশ ছোঁয়া স্বপন ;
হয়তো থাকতো না , তবে আকাশ ছুঁতাম তখন ।
নীড় হারা তুমি , তবুও একলা মনে উড়ছ ।
পাখা হীন এই আমি, বল কি করবো ?