অন্যের লেখা কপি করে
তুমি বলো তোমার।
তুমি না বুঝলেও সবাই বুঝে
তুমি নকল কুমার।

কখনো কবিতা, কখনো কথা
কখনো কোন লাইন।
চুরি করে ব্যবহার করো
তুমি যে প্রতিদিন।

চুরি করেও গর্ব কত
নকল লেখা নিয়ে।
লিখতে না পারলেও তুমি কিছু
নিজের ক্ষমতা দিয়ে।

সবাই জানে সবাই বুঝে
তুমি কেমন মানুষ।
এগুলো তুমি নিজে বুঝো না
একে বারে বেহুঁশ।

নিজের পায়ে দাঁড়াতে শেখো
একটু সদিচ্ছা দিয়ে।
আত্মবিশ্বাসী হয়ে উঠো তুমি
নিজের কলম নিয়ে।