আগুনে পুড়লে মানুষ ছাই হয়
আর প্রেমে পরলে কয়লা।
নারী-পুরুষে যাস্ট ফ্রেন্ড হলে
চরিত্রে লাগে তখন ময়লা।

বিয়ে করলে পরতে হয় চিপায়
সামনে পিছনের দ্বার বন্ধ।
আগাবেন নাকি পিছাইবেন আপনি
দেখিবেন না হয়ে অন্ধ।

এদিকেও জ্বালা সেদিকেও জ্বালা
জ্বালার নেই কোন শেষ।
খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন
এই দুনিয়াটা আজব বেশ।

নারী-পুরুষে তো আকর্ষণ আছে
আছে কামনা, বাসনা, তাড়না।
জীবন গড়ার শক্তি আছে
আছে আবার সাথে যাতনা।