মন কে বলি তুই করিস না ছটফট !
তোর মাঝে কেন এত আবেগী দাপট ?

জীবন পথে তো কতই পাবি হোঁচট ।
তাই বলে কি তুই হয়ে যাবি স্টপ ?

মন যে আমায় ধমক দিয়ে বলে 'হোপ' !
থাকে কে চুপ যদি মারে কেউ কোপ ?

সাজিয়ে নানা কৌশল দিয়ে নানা টোপ ।
মাছ কে ধরলে কি করে না ছটফট ?

মন-আমাতে যুদ্ধ বেঁধেছে দিবে কাকে ভোট ?
যুক্তি তো দুজনেরই ঠিক উত্তর দাও হে জগত ।