ফ্রিজ ভর্তি সারা মাসের বাজার,
ড্রামে ভর্তি চাল-ডাল।
চিন্তা নেই কোন আপনার-আমার
খাবো কি আগামী কাল।
পাখির মত ঘুরে বেড়ায় যারা
পেট ভরবে কি দিয়ে আজ।
তাদের কথা আমরা ভাবিনা কভু
তবুও করেনা একটুও লাজ।
লজ্জা কাটুক আর হৃদয় ফাটুক
মনে সৃষ্ট হোক একটু মায়া।
অন্নহীন কে আমরা অন্ন দিলে
দয়াময় করবে যে অনেক দয়া।