মিথ্যুকের কোন লজ্জা নেই
ধরা যতই খাক।
উল্টা আরও গর্জে উঠে
দিয়ে সে হাঁক।

হাতে নাতে প্রমাণ দিলেও
যুক্তি দেখায় নানান।
'সত্য' টা তার কাছে যেন
'ম' ই-কার 'থ' য-ফলা আ-কার বানান।