স্বাধীনতা মানে-
কষ্টে ভরা এই সোনার দেশ ,
যেখানে নেই শান্তির কিছু কষ্টের নেই শেষ ।
স্বাধীনতা মানে-
খাবার অভাব , দ্ৰব্যমুল্যের ঊর্ধ্বগতি ,
আধুনিক যুগে বিদ্যুতের অভাব জ্বলে-নেভে শুধু বাতি ।
স্বাধীনতা মানে-
বোমার ভয়ে লোকানো ঘরের কোণায় ,
সন্ত্রাসীদের কবলে পড়ে জীবন শুধু হারায় ।
স্বাধীনতা মানে-
ঘুষের টাকায় পাওয়া একটি চাকুরি,
ঘুষ বাদে থাকতে হয় বেকার, হয়ে থাকো ভিখারী ।
স্বাধীনতা মানে-
ধর্ম নিয়ে পরস্পরে কটূক্তি ,
ধর্ম নিয়ে পরস্পরে শুধুই লাঠালাঠি ।
স্বাধীনতা মানে-
সবলের জয় পরাজয় দুর্বলের ,
জোর যার মুল্লুক তার শ্লোগান সকলের ।
স্বাধীনতা মানে
২৬ এ মার্চের কিছু অনুষ্ঠান ,
ইতিহাস নিয়ে কিছু কথা আর নানা রকম গান ।
স্বাধীনতা মানে-
লাল সবুজে উড়ন্ত পতাকা ,
জাতীয় সঙ্গীতের বাজনা বাজিয়ে অনুষ্ঠান শুরু হওয়া ।
স্বাধীনতা মানে-
বাঙালীর জন্য "শান্তি" লাল নীল স্বপ্ন ,
মনের যত আশা তাদের রূপকথার গল্প ।
স্বাধীনতা মানে-
বাংলা ভাষায় ইংরেজি ভাষার মিশ্ৰণ ,
বাঙালী জাতীর পোষাক-আশাকে ইংরেজদের ধরণ।
স্বাধীনতা মানে-
ধর্ষণ , নির্যাতনে নারী শিশুর , অকালেই জীবন যাওয়া ,
বিচার হচ্ছে, হবে, এভাবেই শেষে অপরাধ আড়াল হওয়া ।
স্বাধীনতা মানে-
নিজের ভোট আর নিজের লাগে না দেওয়া ,
নির্বাচনে পরাজয় হলে খেতে হয় জয়ীর ধাওয়া ।
স্বাধীনতা মানে-
দুঃখী মায়ের চোখের লোনা পানি ,
সন্তান হারিয়ে জ্বলছে সে যে আমরা ক'জন জানি ?
স্বাধীনতা মানে-
এসব কিছুই চেয়েছিল কি বাঙালী ?
না কখনোই না !
চেয়েছিল হতে খাঁচা বিহীন আকাশের উড়ন্ত পাখী ।