নারী সংস্কারের নামে
নারীবাদী দের খামে
চলছে কত নাটক।

যতই তারা বলুক
যতই প্রচার চলুক
পায়না তারা ভোট।

কত কি যে উত্থাপন
সম অধিকারের পণ
বানায় নানান জট।

নারী-পুরুষের পার্থক্য
বুঝতে তারা ব্যর্থ
বুদ্ধিহীন তাদের ঘট(মগজ)।