ঈদ সবার জন্য নয়!
কিছু মানুষের আত্মত্যাগে আমাদের ঈদ হয়।

নাপিত কেটে চলেছে অবিরত চুল, দাড়ি, মোচ।
কিভাবে পার হয়ে যায় ঈদের দিন নেই তার খোঁজ।

সিকিউরিটি গার্ড নামাজ টাও পড়তে পারেনা দিয়ে যায় পাহারা।
ঈদ চলে যায় কেউ দেখে না তার মলিন চেহারা।

চালক চালিয়ে যাচ্ছে গাড়ি অক্লান্ত ভাবে।
জানেনা সে তার ঈদের নামাজ টা কোন স্ট্যান্ডে হবে।

সেনাবাহিনী,  বিজিবি, পুলিশের অনেকেই করছে ঈদে ডিউটি।
অভিমানে নতুন জামা টা পরেনি তার ফুটফুটে সন্তানটি।

ঈদে বাড়িতে যায়নি ফিলিং স্টেশনের কর্মচারী রা।
তাদের কাজ তো আজ ঈদের আনন্দে ছুটে চলা গাড়ীর তেল ভরা।

হোটেলের রিসিপশনে কতজন যে বসে আছে বাড়িতে না গিয়ে।
তাদের জন্য, ঈদ কাটাতে আসবে যারা সঙ্গী নিয়ে।

এভাবেই তো কত শত জনের আত্মত্যাগে হয় ঈদ।
তাহলে আমরা কিভাবে বলি ধনী গরীব ছোট বড় সকলের জন্য ঈদ?

না!! ঈদ সবার জন্য নয়।
কিছু মানুষের আত্মত্যাগেই আমাদের ঈদ হয়।