ত্রিশটি দিন রোজায় থেকে
পাইরে একটি দিন।
সেই দিনটি সেই দিনটি
খুশির ঈদের দিন।

লুচি-সেমাই খেয়ে আমরা
যাইরে ঈদের মাঠে।
কত মানুষের সেই দিনটি
না খেয়ে কাটে।

আমরা তাদের নেব ডেকে
ফেলবো নাকো আর।
ঈদের আনন্দ পাওয়া তাদের
আছে অধিকার।

[ ২০০২ সালে লেখা আমার প্রথম কবিতা। যেটা নিজ জেলার মাথাভাঙ্গা সংবাদ পত্রের 'নতুন কুড়ি' পাতায় প্রকাশিত হয়েছিল ]