তোমার আছে অনেক টাকা
অনেক ক্ষমতা ।
কত্ত লোক পিছু ঘোরে
দেওনা তো পাত্তা ।

দেহের শক্তি অনেক তোমার
মানোনা কোন বাঁধা ।
এক আঘাতেই ফেলতে পার
ধড় থেকে মাথা ।

সব ক্ষমতা হারায় তোমার
বালিশে দিলেই মাথা ।
দুর্বল তুমি ফজর নামাজে
পারোনা ছাড়তে লেপ কাঁথা !