দলে দলে সব দলাদলি
নিজের দল সাধু।
দলের জন্য ছাড়তে পারে
নিজের প্রিয় বঁধু।

নিজের দলের ভুল গুলো
অন্য দলের নামে-
চালিয়ে দিতে না পারলে
দলকানা কি থামে?

দলের জন্য জীবন দেয়
দলের জন্য সব।
দলপতি কে স্মরণ সদা
ভুলে নিজের রব।

ছোট্ট জীবনে দলের জন্য
কেন এত ত্যাগ?
হিসাবের দিন নিজের গুনাহ
দল কি নেবে ভাগ?

বুদ্ধি খাটাও, মনকে বোঝাও
সঠিক পথে চলো।
দল তোমার যেটাই হোক
অন্যায়কে অন্যায় বলো।