বিশ্বাসে, নিঃশ্বাসে মিশে আছে যে,
অবিশ্বাসে, দীর্ঘশ্বাসে রাখি কেমনে?

করবো কি, বলবো কি যত ভাবি রে,
জ্বলে যায়, পুড়ে যায় সব ভিতরে।

ছলনায়, খেলায় আমি খেলনা রে,
ভাবিনি, বুঝিনি আমি এত গভীরে!