মানুষের চিরশত্রু তার নিজের 'মন'।

মন নিজের সাথে-
অতীতে শত্রুতা করেছে,
বর্তমানেও করছে,
ভবিষ্যতেও করবে।

কিন্তু নিজের সব থেকে কাছের এই 'মন'।
এই মনটা ই যে সব থেকে আপন।