ইংরেজি বইয়ে বাংলা কবিতা
অংক ধর্ম বইয়ে ,
তা দেখে ছাত্র-ছাত্রী
চমকে উঠে ভয়ে ।
কেমন করে উঠবে জাতী
শিক্ষিত হয়ে ?
ভুল বই বিতরণ করলে
শিক্ষা মন্ত্ৰণালয়ে !
নতুন বছরে নতুন বই
আনন্দ কতশত হৃদয়ে ,
সেই বই সঠিক করতে
দিতে হবে ফিরিয়ে ।
সব আনন্দ ছাত্র-ছাত্রীর
যায় যে মলিন হয়ে ,
পড়ার আগ্রহ হয়তো, এভাবেই যাবে হারিয়ে ।