সত্য বললেই উধাও ব্যক্তি,
জনগণ বুঝে গুম।
প্রশাসন বলে হেফাজতে আছে,
চলে অত্যাচারের ধুম।
দিন ও রাতের নেই তো হিসাব,
আলো অন্ধকার এক।
নির্যাতিতের প্রশ্ন মনে
নেই কি এদের বিবেক?
স্নান হীন দেহে, না খাওয়া পেটে
চলেছে কত দিন।
সালাতের ওয়াক্ত যায় না বোঝা,
কত রাত ঘুমহীন।
হয় না দেখা কতদিন চেহারা
কালি যে চোখের উপর।
দেখবে কিভাবে নেই আয়না
পুরোটা আয়না ঘর।
উদ্ধার হলো, আবিষ্কার হলো,
পরি দর্শনে গেল ইউনুস।
কেউ বলে নাটক, কেউ সত্য
চারি দিকে ফুসফুস।
সাজানো কেন আয়না ঘর
জালিম ভক্তরা বলে।
বলে না চাচা জালিম কোথায়?
কোথায় গিয়েছে চলে?