হারিয়ে যায় যদি কোনদিন ,
শূন্যতা থাকবে হয়তো কিছুদিন ।

সময়ের স্রোতে স্মৃতিগুলো হবে মলিন ,
ঠিকঠাক চলবে আবার সব , আমি হীন ।

কি আজব জগত‍ ।
তবুও কেন এত টান সব সময় , প্রতিদিন ?