পবিত্র মুখের অভিব্যক্তি যদি থাকে অভিনয়ে ভরা
মানুষের প্রত্যাশা, বিশ্বাস, স্বপ্নগুলো হবে ছন্নছাড়া।
নিজের উপর ও আত্মবিশ্বাস থাকবে না এই ধরা।

অভিনয়ে ঘেরা চেহারা, কে দিবে তা পাহারা?