শূন্য
তুমি কি আছ
নাকি নেই
যদি থাকো তবে কই?
তুমি কি অসীম
নাকি সসীম
নাকি তুমি কিছু না
আবার তুমিই কিছু
কি এক রহস্য বুনে
চল সবার পিছু!
শূন্য থেকে অস্তিত্বশীল
শূন্য থেকে শুরু
শূন্য থেকে আবার
সকলি হয় পূর্ণ।
শূন্য জুড়ে আছে
সংখ্যার আগে পাছে
শূন্যই পূর্ণ জেনো
সৃষ্টির অগোচরে!
ঈশ্বর সৃজিলেন ধরা
সৃষ্টির আগে কি
বিশাল শূন্য সেথা
চোখ তা দেখে কি?
শূন্য থেকে আমি
শূন্যতেই হব শেষ
শূন্য তব শূন্য নয়
জেনে রেখ অবশেষ!