তুমি আমি পাশাপাশি হাঁটছি
তুমি জেনেছো কয়েকদিন পরেই তোমার মৃত্যু হবে
আমি এখনো জানি না আমার মৃত্যু কখন তবে?
তোমার চোখে চিন্তার ছাপ, বিষন্নতা, ক্লিষ্টতা
আমি নির্ভার, আমার চোখে নিই কোন শংকা
তুমি ভাবছ পৃথিবী ছেড়ে চলে যাবে বহুদূরে
আমি ভাবছি কতটা রঙ রয়েছে জীবন জুড়ে
তুমি ভাবছ কি হবে করে এত সব সম্পদের অহম
আমি ভাবছি আমার আরও চাই, ওহুদ পাহাড় সম
তুমি ভাবছ তুমি এক মুসাফির, ক্ষণিকের অতিথি
আমি ভাবছি এ যাত্রা অনন্তকালের, অনন্ত পথ যাত্রী
তোমার কাছে পৃথিবীর তিক্ত, স্বাদহীন  বিস্বাদে পূর্ণ
আমার কাছে পৃথিবী লোভনীয়, কমনীয়, মিষ্টি অনন্য  
তুমি ভাবছ সম্পদ, সৌন্দর্য, খ্যাতি নয় মৃত্যুই সত্যি
আমি ভাবছি মৃত্যু দূরের পথ চাই সম্পদ,সৌন্দর্য, খ্যাতি
তুমি এখন বুঝ জীবনের মূল্য মশার ডানার মত সামান্য
আমি বুঝি জীবন মানে মৌজ, মাস্তি, ফুর্তি অফুরন্ত।

আমি হাঁটছি; তুমিও হাঁটছ, পার্থক্য এতটুকুও-
তুমি জানো তোমার মৃত্যুর খবর
আমি জানি না কোথায় আমার কবর
যদিও মৃত্যুর দূত মুচকি হেসে
আমাদের দুজনের পাশেই রয়েছে  দাঁড়ায়ে!