দু সমুদ্রের দেখা হয়ে গেল অবশেষে-
কত পথ পাড়ি দিয়ে তারা এলো
এক মোহনায় মিলনের বাসনাতে।

কত সভ্যতার পথরেখা ধরে
কত নগর বন্দর পাড়ি দিয়ে
প্রেমের গান গেয়ে গেয়ে
তারা এসেছে এখানেতে
এ মোহনাতে এ মিলন বিন্দুতে।

হয়ত আফ্রিকার ঘন জঙ্গলের কূল ঘেঁষে
হয়ত আমেরিকার আমাজানের পথ শেষে
ইউরোপের সুউচ্চ  পর্বতমালা ছুঁয়ে ছুঁয়ে
এশিয়ার হিমালয়ের পাদদেশ  পেড়িয়ে
দেখা হলো, কথা হলো, এক সাথে চলা হলো
তবুও কি এক অদৃশ্য অন্তরালে
তাদের মিলন বাসনা অপূর্ণই রয়ে গেল!