কেউ মইরা গেলে তারে ভুইলা যাইতে হয় না
মরণের পর তার কবরের পাশে যাইতে হয়
প্রত্যেক দিন না হউক মাঝে মাঝে যাইয়া
নিরবে তার কবরের পাশে দাঁড়াইতে হয়।
তারে সালাম দিতে হয়
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর
কিছু দোয়া দরুদ
সুরা ফাতেহা, সুরা ইখলাস, দুরুদ শরীফ
পইড়া তার লাইগা দোয়া করতে হয়।
মানুষ কবরে বড় অসহায়
কোন সাথী নাই, কোন বাতি নাই
কোন আমল করণের উপায় নাই
দুনিয়ার মাইনষের দোয়া আমলে যোগ হয়।
চইত্র মাসের খরায় এক ফোঁটা পানি যেমন
দুনিয়ার মাইনষের দোয়া কবরবাসীর লাইগা তেমন।
কেউ মইরা গেলে তারে ভুইলা যাইও না
তোমার সব মোনাজাতে তারে রাইখ
মাঝে মাঝে তার কবরের পাশে দাঁড়াইও।