আমি চলে গেলে
বদলাবে না পৃথিবীর গতি পথ
সেদিনও পূবের সূর্য উঠে পশ্চিমে যাবে ডুবে
সেদিনও নামবে সন্ধ্যা কালো কাকের মত
রাতের আঁধারে পেঁচা জাগবে একা একা।
আমি চলে গেলে কিছুই বদলাবে না
পদ্মায় সেদিনও থাকবে জলের নাচন
কীর্তিনাশার তীরে শালিকেরা করবে খেলা
দোয়েলেরা তেমনি দেবে শীষ ভোর বেলা
ছাগলের পিঠে বসবে দুষ্ট কালো ফিঙে।
আমার চলে যাওয়ায় বদলাবে না কিছু
শহরের মানুষেরা সেদিনও থাকবে ব্যস্ত খুব
ভবঘুরে হেঁটে যাবে তার মত করে
নিয়ন আলোয় পার্কে বসবে বেকার যুবক
দিন শেষে ঘরে ফিরবে বাড়ির কর্তা।
আমার মৃত্যুতে কিছুই হবে না
শুধু পথিক শোনে ক্ষণিক থমকে দাঁড়বে
যেমন থামে ঝড়ো বাতাস ঝড়ের মাঝে
বড় ভালো কিংবা মন্দ লোক ছিল
বিড়বিড় করে বলবে সে।
আবার বাতাস বয়ে যাবে
পথিক তার পথে চলে যাবে
শুধু দু ফোঁটা অশ্রু জল
যদি থাকে ভাগ্যে লেখা
তাই হবে প্রাপ্তি প্রিয় কারো থেকে
আমার অন্তিম বিদায় লগ্নে।
তারপর- সব আগের মত
পৃথিবী চলবে পৃথিবীর নিয়মে.....
আমার বিদায়ে বদলাবে না কিছু।