সম্পদ
তোমার কুৎসিত রূপ আমাকে দেখাও
দূর থেকে যে লাবণ্যময় রূপ তোমার
যে প্রলোভনের হাতছানি সেইটুকু বাদে
তুমি আমার কাছে এসো আসল রূপে।
তোমার প্রতি মুগ্ধতার আড়ালে
তোমার যে কদর্য রূপ ; যে বীভৎসতা
সে আর লুকিয়ে রেখো না আড়ালে।
শুধু তোমাকে পাওয়ার জন্য
মানুষ কত ছোট হয় দিন রাত
কত সম্পর্ক নিমেষেই ভেঙে দেয় অগোচরে
সে হিসাব যদি তুমি রাখতে ইতিহাসে।
কত দ্বন্দ, কত যুদ্ধ- রাজ্য রক্ষায়
ভাইয়ের হাতে ভাই হয়েছে খুন
বন্ধুর হাতে বন্ধু, ভৃত্যের হাতে মালিক
ছেলের হাতে বাবা, কন্যার হাতে মা!
প্রতিদিন খুনোখুনি, রেষারেষি, হানাহানি
এর সবটাইতো তোমাকে ঘিরে
তোমাকে আপন করার মিথ্যে অভিলাষে।

হে সম্পদ- মানুষ যদি জানত তোমাকে
যদি বুঝত তুমি এক সুন্দরী বিষাক্ত সাপ!
তোমাকে ধারণ করতে নীল হতে হয় বিষে
বোধ-বুদ্ধি, মেধা-মনন সব দিতে হয় কোরবান
পৃথিবীর সব সম্পর্ক অস্বীকার করে
তোমাকে করতে হয় আপন।
কিন্তু হায়,  তুমি কখনো আপন হও না কারো
তুমি বিশাল মরুদ্যানে এক মরিচীকা সম।

হে সম্পদ- আমি দূর্বল
আমি রাত-দিন সুন্দরের পূজারী
তোমার সৌন্দর্যের প্রলোভনে বারবার ভুল করি।
তুমি তোমার বাহ্যিক সৌন্দর্য রেখে
শুধু একবার তোমার কদর্যতা দেখাও
ভেঙে দাও তোমার প্রতি আমার সব মোহ!