শেষ ট্রেনটিও যখন চলে গেল
তখনও সে আমার অপেক্ষায় বসেছিল
আমি তাকে বল্লাম, হে মহান
এই পৃথিবীর প্রবাহমান বয়ে চলায়
কেউতো আমার জন্য দাঁড়ায়নি এক দন্ড
তবে তুমি কেন দাঁড়ালে, নিরবে, গোপনে?
কত জনইতো হাত ধরে বলেছিল
তোমাকে ভুলা যায় না বন্ধু
তুমি ভুলে যাওয়ার মতো নও
সেও একদিন প্রতিজ্ঞা ভুলে
ভুলে গেছে সেই কবে
কেবল ; তুমিই, হ্যাঁ কেবল তুমি
আজও আমার অপেক্ষায় বসে আছ।
কে কার জন্য অপেক্ষা করে বল
যেখানে প্রয়োজন কথা বলে
প্রয়োজন ফুরালে ফুরায় সব আয়োজন
যারে গতকালও ফুল দিয়ে বরেছিলে
আজ তার আগমনে কেউ নেই কোথাও।
পৃথিবীর সফল মানুষেরা ভাবে
সবাই বুঝি এমনি করে রবে তার অপেক্ষায়
হায় সে যদি জানত চেয়ার সরে গেলে
পরিচিত মানুষেরা কত দ্রুত পাল্টায়!
সেখানে কে তুমি হে মহান- এ অন্তিম যাত্রায়
এখনো রয়েছো আমার অপেক্ষায়
যখন আমার ক্ষমতা নেই, পদ নেই
আমার কারও জন্য করার আর কিছু নেই
এক নিতান্ত অক্ষম, তুচ্ছ মানুষ
আমার জন্যতো কারও অপেক্ষায় থাকার কথা নয়
সেখানে কে তুমি এখনো রয়েছো আমার অপেক্ষায়?
সে এবার পর্দা খুলে
সরিয়ে ফেলে তার মুখের অবগুণ্ঠন
হিমশীতল ঠান্ডা গলায় বলে- আমি মৃত্যু!
এখনো রয়েছি তোমার অপেক্ষায়!!