কোন এক ছিপ ফেলা বিকেলে
কেউ একজন অপেক্ষা করুক
বলুক সব ব্যস্ততা ভুলে
হেঁটে যাই কিছু দূর।
আকাশ জুড়ে বৃষ্টি আসুক
পুরো মাঠ ঢেকে যাক কাদায়
কেউ এক জন বলুক
একটা ফুটবল নিয়ে অপেক্ষায় আছি।
অলস দুপুরে একটা লাল ঘুঁড়ি
আকাশে উড়ুক পত পত করে
কেউ একজন বলুক নাটাই হাতে
তোমার অপেক্ষায় বসে আছি।
একটা ঘুঘু ডাকুক বাঁশের ঝাড়ে
গুলতি লয়ে কোন দস্যি ছেলে
আমাকে বলুক এই এদিকে এসো
আমি তোমার অপেক্ষায় আছি।
একটা প্যাঁচা বসুক বট বৃক্ষের ডালে
তার চোখের দিকে তাকিয়ে
এক ভয়ার্ত বালক বিস্ময়-বিহ্বলে
দাঁড়াক আমার অপেক্ষাতে।
পৃথিবী ঘুরছে
ঘুরছে সব ব্যস্ত মানুষের দঙ্গল
ব্যস্ততার মিছিলে
অপেক্ষার মৃত্যু হয়েছে সেই কবে।