আজ নয় আগামীকাল
যত পাপ যত তাপ
মুছে যাবে বাতাসে
আজ তবে চলুক কিছুটা
হোক কিছু পাপের পসরা।
কাল থেকে সব হয়ে যাবে ঠিক
কাল থেকে সব শুধরে যাবে
এ লগনের কালোটুকুও মুছে
আলো আসবে হৃদয় কোটরে।
আজ তবে হোক কিছু অলসতা
কিছুটা সময় কেটে যাক বেহুদা
কিছু সময় হোক পরচর্চা গীবত পরনিন্দা
নিজের হাতে হোক অপরের ক্ষতিটা।
কাল থেকে আর হবে না এসব
হব একদম সহি সাচ্চা ইমানদার!
তবে আজ করি কিছু জবর দখল
বদলে ফেলি অপরের জমির সীমানা
মুছে ফেলি দলিল দস্তাবেজ ঠিকানা
অন্যায় পথে বসিয়ে দেই নিজের আয়না।
কাল থেকে হয়ে যাব পরম পবিত্র
কথা দিলাম তোমাদের সাক্ষী রেখে।
তাই আজ করে যাই অন্যায় আছে যা
পাপের স্রোতে বাড়িয়ে দেই এই পা
আছে যত অন্যায় আছে যত অপরাধ
হোক আজ ভেঙে কামনার সব বাঁধ।
কাল থেকে সব হয়ে যাবে ঠিক
কিন্তু
আমাদের জীবনে-
আগামীকাল আর আসে না।