তোমাকে ঘিরে
তোমার চারিপাশে
তোমার প্রিয় মানুষের মাঝে
কত অভিমান জমে আছে।
কত দুঃখ, কত কষ্ট, কত চাপা ক্ষোভ
কত ব্যথা, কত অশ্রু, কত না বলা কথা
জমে জমে পাহাড় হয়েছে হিমালয়সম
তুমি তার কতটুকু রেখেছ খোঁজ?
তুমি কি জানো না ঢেউয়ের ভাঁজেও ঢেউ থাকে
রাতের আঁধারের পরেও আরও আঁধার থাকে
মনের গভীর গোপনের পরেও আরও কিছু থাকে
সেসব তুমি জেনেও কেন নাওনি খোঁজ
কেন দেখনি? দেখার ফাঁকে অদেখা অশ্রু বারি।
হয়ত তুমি চলেছ আনমনে
যেমন পথিক চলে নরোম ঘাসের উপর হেঁটে
সেখানে কিছু ঘাস পেয়েছে আঘাত, তেমনি-
কেউ কেউ তোমার পাশে পেতে পারে আঘাত
তুমি তা খুঁজে নিও, ব্যস্ততার ফাঁকে একটু থেম
তোমার অনিচ্ছায় যারা পেয়েছে আঘাত
একটু থেমে তাদের ভালোবাসা দিও।