আমি দামি ভেবেছি
সাপের মাথায় যে মনি থাকে তাকে
কিংবা আলাদিনের সে আশ্চর্য প্রদ্বীপ
এক ঘঁষাতেই বেরুবে মস্ত এক দৈত্য
হুকুম করুন মালিক বান্দা হাজির!
আমি দামি ভেবে খুঁজেছি পরশ পাথর
যার ছোঁয়ায় সবি সোনা হয়ে যায়
যাই পাব তাই ছুঁয়ে দেব
স্বর্ণ লাভের আসমুদ্রহিমাচল অভিলাষে!
আমি দামি ভেবেছি নীলকান্তমণি
হীরা, চুনি, পান্না, ঝিনুকের বুকে মুক্তা
পৃথিবীর সব চকমকি পাথর জড়ো করে
গড়ে তোলব শাদ্দাতের বেহেশত!
আমি দামি ভেবেছি ডলার, পাউন্ড, স্টারলিং
তরল সোনা, শেয়ার মার্কেট, কর্পোরেট বিশ্ব
চোখ ধাঁধানো কংক্রিটের স্তুপ, হলুদ উন্নয়ন
কিন্তু যে সবচেয়ে দামি তাকে ছেড়েছি হেলায়!
কি সে দামি পুরো পৃথিবীতে?
যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না
বেঁধে রাখা যায় না আপন মায়ায়।
তাকে দাম দিয়ে কিনতে হয়
যে তাকে দাম দেবে-
তাকে রাজার আসনে বসাবে
আর যে ছুঁড়ে ফেলবে
তাকে করবে পথের ভিখারি।
সে দামি পরশ পাথর হলো সময়
সময়ই সব কিছু বদলে দেয় অবশেষে।