সেদিন এক আলুতে আমারে কয়
কিরে ব্যাটা কই যাস নাই কোন ভয়
আমি বলি মহোদয় ভুল কিছু হলো কি
সোজা চলে যাস সালামের খবর কি?
কবে থেকে আপনে সালামের ভাগিদার
চারদিকে চেয়ে দেখ আমারি জয়কার
আমিতো কবে থেকেই জাতীয় তরকারি
আমারে ছাড়া নাই কোন কিছু দরকারি।
পৃথিবীতে থাকতে এত এত তরকারি
আপনের কথা যেন শুধু এক মরকারি
রাখসতো না দ্বীন দুনিয়ায় কোন খবর
আলুর দাম না জেনেই তুই যাবি কবর।
কি বলেন মহোদয় আপনার এত দাম
আপনারে জানাই ইয়া বড় লাল সালাম।