কেউ আর কথা বলছে না
খাল বিল নদি যেমন দখল হচ্ছে
তেমনি বন্ধ হচ্ছে মানুষের মুখ।
বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে ফসল
কথার অভাবে নষ্ট হচ্ছে সম্পর্ক
কেউ আর কথা বলবে না
কথা বলার কারও আর সময় নেই
কথা বলার এত এত আয়োজন
ইমু, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসএ্যাপ
বাতাসে কথা বেচে ধনী কথার ব্যবসায়ী
তবুও মানুষ কথা বলতে ভুলে গেছে
বিকেলে চুলে বিলি কাটার ফাঁকে
ঘাটে, হাটে ফসলের মাঠে অবকাশে
কারও আর সময় নেই এতটুকুও
কে কাকে ছাড়িয়ে যাবে
কে কাকে হারিয়ে দেবে
কার ইগোর পালে লাগে টান
সেই বাস্তবতায় কথা বলছে না কেউ
শুধু কথার অভাবে
হারায় মানুষ, হারায় সম্পর্ক, হারায় আপনজন!