সেদিন ঘটনাটা ঘটেছিল
তারপর লাল কালিতে হেডলাইন হয়েছিল সে।
সে চেয়েছিল আরো কিছুদিন হেডলাইনে থাকতে
ঘন লাল কালিতে না হোক হালকা কালো কালিতে
ডাবল কলামে না হোক সিঙ্গেল কলামে
উপরের দিকে না হোক এক কোণায় ছোট্ট করে!
সে ভেবেছিল হয়ত কষ্ট করে এভাবে কিছুদিন থাকলে
কিছুদিন রটনার আড়ালে আলোচনায় থাকবে সে।
চারদিকের প্রবল আলোচনার তীব্র স্রোতে
কর্তৃপক্ষের টেকো মাথায় টনক নড়বে
ঘটনার মূল কারীগর আসবে প্রকাশ্যে দিবালোকে!
কিন্তু হায়! প্রতিদিন নিত্য নতুন ঘটনার চাপে
হেডলাইন থেকে লাইনচ্যূত হয়ে ঘটনা তখন
ডাবল কলাম থেকে সিঙ্গেল কলামের আশা ছেড়ে
আউটার পেইজ থেকে ইনার পেইজে জায়াগা দখোঁজে
অবশেষে কোথাও জায়গা না পেয়ে ঘটনার অকাল মৃত্যু ঘটে!