শুকরিয়া প্রভু হে, লাখো কোটি শুকরিয়া
তুমি শোননি তব এ অধমের সকল প্রার্থণা
তাই জানাই তোমায় প্রেমময় শুকরিয়া!
কি চাওয়ার ছিলো, কি পাওয়ার ছিলো
কি পেলে এ মন শান্তি পেত?
সেই আমি জানিনাতো
শুধু চেয়ে গেছি, ভুলে বেভুল হয়ে।
আমি চেয়েছি যা চেয়েছে মন
সে এক সীমাহীন পাওয়ার আশা।
তুমি দিয়েছ তায়
বান্দার কল্যাণ যেথায়।
সব চাওয়া পূরণ হলে
কি হত মোর দিনের শেষে?
যে ঘুড়ি ছিঁড়েছে নাটাই হতে
তাহার ভাগ্যে, কিবা আর লেখা আছে?
যে শিশু কাঁদে বারে,অলীক আবদারে
তারে তাই দিলে, পাছে তার ক্ষতি বাড়ে।
হে প্রভু
আমিতো শিশুর মত
কি চাই বুঝিনাতো।
তুমি শোননি তাই মোর সব চাওয়া
এই তব অধমের হলো বড় পাওয়া!