নদীর নাম সুবর্ণরেখা
সে বয়ে চলেছে ধীরে
শত শতাব্দীর পথ রেখা ধরে
মরণ সংগীতে জীবনের টানে।
সুবর্ণরেখা তুমি সুন্দর
শরতের বিকেল কিংবা পৌষের সাঁঝে
কাশ ফুলে কিংবা হিমেল হিমে
তুমি বরষায় যৌবনের গান গাও
দুকূল প্লাবিত হয়, উছলে উঠে জল
মাঝি পাল তোলে বঙ্গোপসাগরের পানে।
কি এক জাদুময়তা, অদ্ভুত, অপূর্ব, ঘোরলাগা
আর কিছু দেখার নেই, শুধু নাম শোনেই
পৃথিবীর সব কবিরা তোমায় নিয়ে কবিতা লিখবে
গায়কেরা গাইবে শ্রেষ্ঠতম প্রেমের গান।
তোমার বুকে ওরা কারা? স্বর্ণ খোঁজে দিন রাত
ওরা কি জানে না, তোমার বুকে বয়েছে অবিরল
স্বর্ণের রেনু, সব জলের স্বর্ণ কণা, শীতল সোনা
হাজার বছর ধরে যা গড়েছে সভ্যতার পাদপীঠ।
সুবর্ণরেখা
দেখ ধবল জ্যোস্না নেমেছে
আকাশের চাঁদ তোমার জলে করছে স্নান
নিরব নিথর কেউ নেই কিছু নেই
শুধু তুমি বয়েছ ধীরে
চাঁদের আলোয় বয়ে চলেছে তরল সোনা!