যে শিশু বাঁচবে শেষে শোন তার কাছে
কারুনের গোলা হতে তেলের শহর
মৃতদের পতাকা ওড়ে ফর ফর
ফেরাউন আজও হাসে কায়রোতে
মিশরের নীল নদে বিষন্ন পানি ঝরে
চেয়ে দেখ নিরবে জলপাই গাছে
যে শিশু বাঁচবে শেষে শোন তার কাছে।
তুর পাহাড়ে বাজে মূসার বিলাপ
বনী ঈসরাইলের শোন দুঃখের আলাপ
যারা হায় নির্যাতিত যুগের কায়ায়
সুখ পেলে ভুলে যায় কার ইশারায়
মান্না সালওয়া খেয়ে কারা দেখ হাসে
যে শিশু বাঁচবে শেষে শোন তার কাছে।
শিশু ইউসুফ কুপ হতে চলে মিশরে
ক্রীতদাসের তকমা নিয়ে জুলেখার ঘরে
ইয়াকুবের কান্না আজ কেন থেমে গেছে
এগারো তারকা এক চাঁদে সেজদা দিসে
বনী ঈসরায়েল কেন তা আজ ভুলে গেছে
যে শিশু বাঁচবে শেষে শোন তার কাছে।
বেথেলহামে কোন শিশু মরিয়মের কোলে
অপবাদের জবাবে দেখ মুচকি হাসে
নবীর বংশে জন্ম নিয়ে হে কুচক্রী ইয়াহুদী
কেন ক্রুশে ঝুলায়ে ইশাকে হও বিরোধী
নবী ঈশা ক্রুশে নেই আল্লাহর কাছে
যে শিশু বাঁচবে শেষে শোন তার কাছে।
নবী দাউদের অভিশাপের বানরেরা ঘুরে
জেরুজালেম নামক জালেমের শহরে
সোলাইমান নবী গড়েছে  আল আকসা
তওহিদ রঙে রঙিন মননের প্রথম কিবলা
আকসা ভেঙে থার্ডটেম্পল গড়ে কারা পাছে
যে শিশু বাঁচবে শেষে শোন তার কাছে।
মদিনায় ঘুম ভেঙে মিরাজের পুণ্য রাতে
নবী নামাজ পড়ছে দেখ আল-আকসাতে
ওমরে কাছে চাবি তুলে দিল কারা
এখানে ওড়ছে দেখ সম্প্রীতির ফোয়ারা
সেই প্রীতির বুকে কারা ছুরির আঘাত হানে
যে শিশু বাঁচবে শেষে শোন তার কাছে।
ক্রুসেডের ঘোষণায় উল্লাস নাইট শিবিরে
হাঁটু জল রক্তে ভাসে কাটা লাশ পবিত্র শহরে
সালাউদ্দিন তারপর ক্রুসেডের নগরে
হারানো মানবতা ফের উর্দ্ধে তুলে ধরে
সেই চাবি আজ কেন হায়েনাদের হাতে
যে শিশু বাঁচবে শেষে শোন তার কাছে।
বেলফোরের বিষ ফোঁড়া কেন ফিলিস্তিনে
থিওডোর হার্জল কিসের স্বপ্ন আঁকে
হিটলারের দায়ভার দায় কেন চাপে এসে
ডিম পাড়ে রাজহাঁসে খায়  বাগ ডাসে
মুসলিম ঘুমায়ে তখনো কোন অবকাশে
যে শিশু বাঁচবে শেষে শোন তার কাছে।
দখলদার নিমিষেই হয়ে গেল দেশ রাজা
ভূমিপুত্র কোন পাপে আজ কেন ভূমি হারা
অভিশপ্ত ইহুদি কেন ঘুরে লাল গরুর খোঁজে
দজ্জাল আসবে বলে ঘন্টা বাজে টেম্পলে
গাজাবাসী মরে শেষ মুসলিম কেন মিউ কাশে
যে শিশু বাঁচবে শেষে শোন তার কাছে।