যে ফুল ঝরে গেছে তাকে ঝরে যেতে দাও
ফুল ঝরে ঝরে গাছের সব ফুল ঝরে গেলে
একদিন গাছটিও চলে যাবে সবার অলখে
শুধু মনে রেখ সে যতটুকু ছায়া দিয়েছিল
যতটুকুও সুবাস ছড়িয়েছিল ছিল ভূবনে
যদি তার ডাল ভেঙে,  ভেঙে যায় পিঁপড়ের বাসা
সেইটুকু ভুল; ভুলে যেও সবে বিনা অনুযোগে!

এই যে আমি দুদিনের অতিথি, এক মুসাফির
যার বয়স কমছে রোজ পথের শেষ বাঁকে
তার হাসিটুকও মনে রেখ কোন ঝরা বাদলে
যদি কোন কষ্ট পেয়ে যাও তার কোন বচনে
তোমাদের  মহৎ হৃদয়ে  সেইসব দিও ক্ষমে।

পথিকের পায়ের আওয়াজ থেমে গেলে
কোনদিন সে আর ফিরবে না ব্যথা দিতে!