গোধুলীর আলো-ছায়াময় বিকেলে
সব পাখি আর ফেরে না নীড়ে
যে পাখি বাসা ছেড়ে বেরিয়েছে
ভোরের আজানের আগে
পেটের ক্ষুধা নিবারণের আশে
সে যে নীড়ে ফিরবেই সে কথা কে জানে?
এই দ্বান্দ্বিক পৃথিবীর কঠিন পথের বাঁকে
বসে আছে এক অজগর হা করে
সে পথেই পাখির নিত্য উড়ে চলা
অজগরের মূখের ফাঁক গলে!
খাবারে মেশানো রয়েছে বিষ
পথে বিছানো অদৃশ্য জাল
বন্দুক হাতে ঘুরছে শিকারী অবিরত
সেসব ফাঁদ পেরিয়ে ফিরবে কি পাখি নীড়ে?
যে পৃথিবীতে বেঁচে থাকাটাই নাকি মিরাকল
মরে যাওয়া এক অতিসাধারণ ঘটনা
সেখানে যে পাখিরা বের হলো খাবারের সন্ধানে
তাদের সবাই ফিরে না; কেউ কেউ নীড়ে ফেরে!