নাই কোন শিক্ষা, নাই কোন দীক্ষা
নেতা হতে হলে লাগে না কোন পরীক্ষা
লাগে তবে কিছুটা তেল নুন ডাল
পা চাটা স্বভাব, সব কাজে তাল।
নাই তার কোন নীতি তবু নীতিবান
কুকীর্তির বাহানা সে করে দিনমান
সব কিছু জায়েজ থাকে যদি টিকেট
উপরে বড় ভাই স্নেহের সার্টিফিকেট।
ধরা কে সরাজ্ঞান করে এক নিমেষে
সামনে পড়ে যে মাটিতে যাবে পিষে।
গরুর সামনে থাকে যদি কোন বই
ঘাসের মত সে চাবাবে করে হৈ রৈ
ছাগল পাগল আজ নেতাদের আসনে
শিক্ষিত সমাজ সেথা ভয়ে চলে তোষণে।
কি তার মিশন আর কি তার ভিশন
জানে না হয় তবু নেতা সে ভীষণ!
নেই তার পড়শোনা নেই তার কোন জ্ঞান
তবুও জ্ঞানী সে, জ্ঞানের এক তানসেন।
ভাই তোরা নেতা হ মানা করে কে
তার আগে পড়াশোনা কিছুটা করে নে
মূর্খ অশিক্ষিতদের বসাস না চেয়ারে
নইলে দিন শেষে থাকবি পড়ে আস্তাকুঁড়ে।