আমি থাকতে আসিনি, বসতেও আসিনি
চলে যেতে এসেছি, যেমন চলে যায়
নদির স্রোত, অবুঝ বাতাস
শুধু পাথুরে পাহাড়ে বাঁধা পেয়ে যেমন
থেমে যায় স্রোত ক্ষণিকের তরে
তেমন করে থেমেছি তোমার দ্বারে।
আমার এতটুকও থামায় যদি কারো ঘুম ভাঙে
কষ্টে ফেঁটে যায় কারো ভাঙা বুক
তবে এ থামাটুকও হয়ত থেমে যাবে চিরতরে!
আমি কষ্ট দিতে আসিনি, বুকে জড়াতে এসেছি
কারও হৃদয়ে আঁকতে আসিনি বেদনার জলছাপ
তবুও; চলার পথে, পদভারে- যেমন কষ্ট পায় বুনো ঘাস
অনিচ্ছায়, অজানায়, অদেখায় তেমন করে
যদি কষ্ট পেয়ে থাক এ পথিকের তরে
তবে ভুলে যেও বন্ধু বিনা অনুরাগে।
সবকিছু মনে রাখতে হয় না ভুলে যেতে হয় কিছু কিছু
নিকষ আঁধারের মাঝে যেটুকও আলো তা রেখ যতনে।
সবটাইতো ভুল নয় কিছু প্রেম কিছু ভালোবাসাও ছিল
সেটুকুও না হয় হোক আমাদের হৃদয়ের সেতু বন্ধন!