ভীষণ গরমে পড়ে গেছি ফাঁপরে
হট হট ভেরী হট উফ কি চরমে!
ঘামে ভিজে শরীরের জামাটাই নষ্ট
ফ্যানটা ঘুরছে না আহা কি কষ্ট!
স্টার জলসায় হয়ে যায় এক চোট
আইপিএল দেখতে পেলাম একি হোচট!
ইউনিটের কাঁটাটা ঘুরে জোরে সন্ধ্যায়
জলসা মুভি শেষ বিদুত্ চমকায়!
তালের পাখা নেই মশার কামড়ে
রাতটা কেটে যায় বেদনায় নির্ঘুমে।
মাঝরাতে পেট ফাঁপে টয়লেটে পানি নেই
গরমের শরমে জীবনটা হারায় খেই।
ফ্রিজে শাকগুলো নেয়ে ঘেমে পঁচছে
ফরমালিনের কল্যাণে মাছেরা নাচছে!
বৃষ্টি নামে না মরিচীকা নামে ঐ
কি আলাপ করছে, ব্যাঙয়ের সাথে কৈ!