যেন ঘুমের মাঝে একটা স্বপ্ন
কিছু কল্পনা বাস্তবতার মিশেলে
হাজারো রাতের পরে শেষ প্রহরে
কেউ ছুঁয়ে দিয়েছে সোনার কাঠি।
ফেরেশতারা ছুড়ছে বেহেশতি ফুল
পুরো পৃথিবী ভরে গেছে মধুর ঘ্রাণে
সেহরির খাবার যেন মান্না সালওয়া
খোদা পাঠিয়েছে কৃপায় নিজ হাতে ।
সুখ স্বপ্নের মাঝে বান্দা প্রভুর দেখা
যেন স্বর্গীয় মিলনের অমিয় সুধা
এ স্বপ্ন ঘোর না কাটুক, নাহোক ভোর
সেহরিতে বান্দার সময় হোক সুমধুর।