পথিক কে থামালাম -
- আমার অনেক তাড়া, সময় খুব কম
- তাড়াতো থাকবেই, তবুও থামতে হয়
- থামলে চলবে না, চলতে হবে অবিরাম
- কেন এত ব্যস্ততা তোমার
- আমাকে গুছাতে হবে অনেক কিছু
- কি গুছানো বাকি তোমার
- ক্যারিয়ার, বাড়ি, গাড়ি, অর্থ, সম্মান
- এসবতো তোমার আছে
- আমার আরও চাই, আরও
- তোমার কি পাখির গান শোনার সময় নেই, নদীর কল্লোল ধ্বনি কিংবা দেখতে চাওনা ফুলের সৌন্দর্য
- দেখ এসব ভাবুক হৃদয়ের কাজ, আমি কর্মি, কাজের মাঝেই আমার ছৃটে চলা
- জীবন তোমাকে অনেক দিয়েছে
- অনেক কিন্তু আমার আরও চাই, নিঃশ্বাস নেওয়ার সময়টুকু নেই
- তুমি পেয়েছ অনেক তবে হারিয়েছ কম না
- হা হা হা, বোকার মত কথা বলছ। আমি আবার কি হারালাম?
- হৃদয়! তুমি তোমার হৃদয় হারিয়েছ
- হৃদয়তো আমার সাথেই আছে
- তোমার আছে ক্যারিয়ার, পেট ভরা ইগো, কংক্রিট উন্নয়ন, সেখানে হৃদয় থাকে না
- হয়ত, হয়ত না। বিদায়
- বিদায় পথিক। ভালো থেকো।