কোন এক রং ঝরা রক্তিম বিকেলে
তুমি আমি ছিলেম মহুয়ার মৌ বনে
ছিল আরো ফুল বিথী শাঁখে শাঁখে
কল্লোলিত কোকিলের কলতানে!
ফুল সেতো স্বপ্নের আবিরে
রাঙিয়েছে তোমার পদতলে
বাতাসেরা বলেছিল কানে কানে
শোনাব প্রেমগীতি গানে গানে।
রূপকথা এইখানে চুপ করে
শোনেছিল সেই গান আনমনে
পরীদের পাখনাতে ভর করে
প্রেমদূত নেমেছিল মৌ বনে।
তারপরে পথ ভুলে এই বনে
ময়ূরীরা নেমেছিল ঝাঁকে ঝাঁকে
নেচেছিল ছন্দের তালে তালে
রং ঝরা রক্তিম বিকেলে!