একটা নদীর গলা চেপে ধরেছে একদল মানুষ
যে নদী ছিলো দুর্দান্ত প্রতাপশালী
যার পাড়ে ছিলো স্রোতের নাচন
যে গড়ে তুলেছে সভ্যতা
মানুষকে দিয়েছে অবিরাম পূর্ণতা
সে নদীর গলা চেপে ধরেছে একদল মানুষ
একদল নষ্ট, ভ্রষ্ট মানুষ
ওদের হাত এতটাই বিষাক্ত
নদীর গতিও ওরা রুখে দেয়
ওরা সমুদ্রকে থামিয়ে দিতে পারে
ওরা মহাসমুদ্রকেও করতে পারে খুন
সেখানে একটা নদী; এ আর এমন কি!
ওদের হাতের মুঠি এতই লম্বা
একটা নদী সহজেই আটকে যায়
ওদের হাতের মুঠোয় পড়ে নদী হাঁসফাঁস করে
সে কিছু বলতে চায়, মরণের আগে;
নিজের শেষ ইচ্ছেটুকুও ব্যক্ত করতে চায়
সে বলতে চায়- নদী মরে গেলে হে মানুষ,
একদিন তোমরাও ধ্বংস হয়ে যাবে
প্রকৃতির নেবে নিষ্ঠুরতম নৃশংস প্রতিশোধ
কিন্তু, সে কথা সে আর বলতে পারে না
নষ্ট মানুষের ভ্রষ্ট থাবায়
একটি নদীর করুন মৃত্যু ঘটে!