অবসর একটু দাঁড়াও আমার জানালার পাশে এসে
কতদিন দেখিনা তোমায় স্নিগ্ধ বিকেলে বকুলের ছায়
শান্ত পুকুরের টলমল জলে পাইনা তোমার প্রতিবিম্ব
চৈত্রের চৈতালী দুপুরে তুমি আর থাম নাকো মেঠো পথ ধরে।
তোমায় খুঁজে ফিরি সারাদিন অবিরাম ঝিরিঝিরি বৃষ্টিতে
খুঁজে ফিরি এদো কাঁদা মাঠে দস্যিপনার উল্লাসে উছ্বাসে
বৈশাখে নানা রঙের ঘুড়িতে যে সুতো ছিড়ে চলে গেছে দূরে
কাগজের নৌকতে স্বল্প জলের অল্প ঢেউয়ের ভাঁজে ভাঁজে।
অবসর তোমায় অনেক দিন দেখিনা
না দেখতে দেখতে তুমি কেমন ভুলে গেছি সেই কবে!
তুমি চলে এসো সব অভিমান ভুলে আমার উঠোনে
ব্যস্ততার পাট চুকে মোরা মিশে যাবে সবুজে অবুঝে ঐ দূর নীলে।