বাড়ি ফেরার অনেক আছে তাড়া
প্রবল বর্ষণে যেমন উপচে পড়ে নদীর  কূল
তেমন উপচে পড়ছে এখন বাস, ট্রেন, লঞ্চ
যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে সকলে
বুভুক্ষের মত চলছে ছুটে বাড়ির পানে!
কে জানে কে ফিরবে বাড়ি শেষে
এই যুদ্ধ যাত্রার অশেষ যন্ত্রণা সমাপনে!
প্রতি বছর ঈদ এলে মনে ভয় জাগে
এই বুঝি সড়কে, ট্রেনে, লঞ্চে
ঘটে গেলো কোন অঘটন
পথে ঝরে গেল প্রাণ;বাড়ি ফেরা হলো না
মায়ের অপেক্ষায়- নেমে গেল কষ্টের কান্না।
এই যে অনিশ্চিত গন্তব্য
এই যে জীবনের ঝুঁকি
তবুও মানুষ ফিরবে বাড়ি
বুকে জমে থাকা তৃষ্ণা জুড়াতে!

তবুও বাড়ি ফিরুক সবে যাদের বাড়ি আছে
যাদের জন্য অপেক্ষায় থাকে কেউ কেউ
যাদের বাড়ি নেই, যাদের অপেক্ষায় থাকে না কেউ
কে দেখে তাদের বুকে জমে থাকা বেদনার ঢেউ।