এক পশলা বৃষ্টি হয়ে গেলো
ভিঁজিয়ে দিল দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত
বৃষ্টির ফোঁটায় কিছু মাটি হলো সুজলা সুফলা
কিছু মাটি এখনো রয়ে গেলো ফসলহীন নিস্ফলা
খোদার কালাম বর্ষিত হয়ে গেলো
একি কালাম শোনে কেউ হয়ে গেলো ওমর
কেউ রয়ে গেলো অন্ধ, বধির, বোবা আবু জেহেল
একি বৃষ্টিতে কোথাও সবুজ মাঠ
কোথাও শুষ্কতা আগাছার চাষ
একি কালাম শোনে কোথাও আবু বক্কর
কোথাও ওতবা শাইবারূপি নিকৃষ্ট মুনাফেক!